ঢাকা ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

জাতীয় সংসদ নির্বাচনে

সিরাজগঞ্জ-৪ আসনে আচরণবিধি  লঙ্ঘন নৌকার প্রার্থীকে নোটিশ

সিরাজগঞ্জ-৪ আসনে আচরণবিধি  লঙ্ঘন নৌকার প্রার্থীকে নোটিশ

সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফিকে (নৌকা) আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নোটিশ দিয়েছে নির্বাচনি অনুসন্ধান কমিটি।

মঙ্গলবার সকালে ওই আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সুপ্রিয়া রহমান এ নোটিশ দেন। ওই আদালতের সেরেস্তাদার প্রদ্যুৎ কুমার ধর সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। নোটিশে বলা হয়েছে, সোমবার হাটিকুমরুল গোল চত্বর এলাকায় নৌকার প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করে বিশাল প্যান্ডেলে নির্বাচনি জনসভা করেছেন।

সরেজমিন পরিদর্শনকালে নোটিশকারী এ বিষয়টি অবগত হয়েছেন। সেখানে আরও বলা হয়, যা জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি মালার সুস্পষ্ট লঙ্ঘন। এ কারণে আগামী ৪ জানুয়ারি বৃহস্পতিবার সকালে নৌকার প্রার্থীকে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেয়া হয়েছে। এ বিষয়ে নৌকার প্রার্থীকে ফোন দিলে তার সমর্থক ও দলীয় কর্মী আমিনুজ্জামান অলক রিসিভ করেন এবং তিনি এ নোটিশের সত্যতা স্বীকার করেন।

নোটিশ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত